ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫ ১০ মাঘ ১৪৩১
৬ষ্ঠ সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন
মোঃ-জাহিদুল ইসলাম রুমন,সীতাকুণ্ড
প্রকাশ: Thursday, 9 May, 2024, 12:18 PM

৬ষ্ঠ সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

৬ষ্ঠ সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা পরিষদ নির্বাচনে  উৎসবমুখরে ভোট গ্রহণ হয়েছে সীতাকুণ্ড মোট ভোটার সংখ্যা ৩লক্ষ২৪ হাজার ২৪০ যদিও সকাল থেকে ভোটার উপস্থিতি কম ছিল তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও বাড়তে শুরু করে।

উপজেলার সলিমপুর ইউনিয়নের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রথমদিকে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের কেন্দ্রে আসা শুরু করে। তাছাড়া সকালে বৃষ্টি থাকার কারণে অনেক ভোটার কেন্দ্রে আসেতে দেরীতে কেন্দ্রে আসছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।


সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ভোট কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ মঞ্জু বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে ভোটার উপস্থিতি কম তবে এখন আসছে।কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি।

অন্যদিকে সীতাকুণ্ড ঈদিলপুর কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল আলম চৌধুরী রাজু বলেন, ভোটার উপস্থিতি বেশ ভালো। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

এদিকে জাফরনগর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তৌহিদুল আলম চৌধুরী বলেন, দুপুর ১২ টা পর্যন্ত ২০ শতাংশ ভোট কালেকশন হয়েছে। তবে এখানে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, সীতাকুণ্ড উপজেলার সবকটি ভোট কেন্দ্রে নির্বিঘ্নে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখনো পর্যন্ত কোথাও থেকে কোন বিশৃঙ্খলার খবর আসেনি বলে জানান তিনি।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সীতাকুণ্ড উপজেলায় সর্বমোট ৯১ কেন্দ্রের মধ্যে ৪৬ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল।

মহিউদ্দিন আহমেদ মঞ্জু (দোয়াত কলম) ৫২৭৬ ভোট।
 মো.আরিফুল আলম চৌধুরী (আনারস) ২৪২১২ ভোট।
 গোলাম মহিউদ্দিন (উড়োজাহাজ) ২৩২৩১ ভোট।
 জালাল আহমেদ (টিউবওয়েল) ৫১৪৬ ভোট।
 শামীম আক্তার (হাঁস) ৪১৬১ ভোট।
 শাহীনুর আক্তার বিউটি (পদ্মফুল) ২২১৮৬ ভোট
 হামিদা আক্তার (ফুটবল) ২১০৭ ভোট।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status