বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এনাগ্রæপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হকের রত্নগর্ভা মাতা বিশিষ্ট সমাজসেবিকা সালেহা বেগমের ১২তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার।
মরহুমা সালেহা বেগম ২০১২ সালের ৯ মে ইন্তেকাল করেন। বিশিষ্ট সমাজসেবিকা মরহুমা সালেহা বেগমের নামে বাগমারায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল সেন্টার, কোল্ড স্টোরেজ সহ সমাজসেবা মূলক অনেক প্রতিষ্ঠান রয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ মরহুমা সালেহা বেগমের আত্মার মাগফেরাত কামনায় পারিবারিক ভাবে বাগমারার শিকদারিস্থ বাসভবন, ঢাকাস্থ এনা টাওয়ার অফিস, আদাবর বায়তুল আমান সোসাইটি জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।