ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২৭ মাঘ ১৪৩১
২৬ বছর বন্দিদশায় পাকিস্তান কারাগারে কুমিল্লার যুবক, দেশে ফেরাতে পরিবারের আকুতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 May, 2024, 11:44 AM

২৬ বছর বন্দিদশায় পাকিস্তান কারাগারে কুমিল্লার যুবক, দেশে ফেরাতে পরিবারের আকুতি

২৬ বছর বন্দিদশায় পাকিস্তান কারাগারে কুমিল্লার যুবক, দেশে ফেরাতে পরিবারের আকুতি

বাড়ি থেকে অভিমান করে বাংলাদেশ থেকে পালিয়ে যান। এরপর দালালের ফাঁদে পড়ে ফেঁসে যান একটি হত্যা মামলায়। তাও কয়েক হাজার মাইল দূর দেশ পাকিস্তানে। ফাঁসির রায়ে শুরু হয় কারাবাস। পরিবার ধরেই নেয় আর জীবিত নেই মাঈন উদ্দিন। কিন্তু, সম্প্রতি দেশটির একটি টেলিভিশন প্রতিবেদনে দেখা যায় তাকে।


মৃত ভাইকে জীবিত পেয়েও জড়িয়ে ধরতে পারছেন না বোন। মাঝখানে বাধা দু’হাজার কিলোমিটার পথ। কিন্তু কেন? সে প্রশ্নের উত্তর খুঁজতে যেতে হবে কুমিল্লার চকবাজারে। এই এলাকার ছেলে মাঈন উদ্দিন। যিনি এখন বন্দিদশায় পাকিস্তান কারাগারে। ১৯৮৯ সালে বাবার মৃত্যুর পর অভিমান করে বাড়ি ছাড়েন মাঈন উদ্দিন। একটি চিঠির মাধ্যমে ১০ বছর পর সন্ধান মেলে তার। তখন পরিবার জানতে পারে একটি হত্যা মামলায় ফাঁসির আসামি হয়ে পাকিস্তান কারাগারে বন্দী তিনি।

সে যোগাযোগও দীর্ঘস্থায়ী হয়নি। পরিবার তখন ধরেই নেয় মাঈন উদ্দিন মারা গেছেন। কিন্তু গত ঈদুল ফিতরে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে কারাগারে বন্দীদের নিয়ে বিশেষ প্রতিবেদন প্রচার হয়। যেখানে দেখা যায় মাঈন উদ্দিন জীবিত আছেন। প্রযুক্তির কল্যাণে সম্প্রতি পরিবারের সাথে যোগাযোগ হয় মাঈন উদ্দিনের। তাকে ফিরে পেতে বাংলাদেশে ব্যাকুল তার স্বজনরা।

মাঈন উদ্দিনের ভাই বলেন, পাকিস্তানের এক চ্যানেল যখন আমরা ভাইকে দেখি তখন আমরা বুঝতে পারি আমার ভাই এখনও জীবিত আছে। মাঈন উদ্দিনের বোন বলেন, কোনদিনও ভাবিনি যে এভাবে ভাইকে দেখবো। আল্লাহর কাছে শুকরিয়া যে আমার ভাই এখনও বেঁচে আছে।

মাঈনুদ্দিনকে দেশে ফেরাতে পাকিস্তান হাইকমিশনে যোগাযোগ করে পরিবার। তাদের পরামর্শে একটি আবেদন করা হয় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও।

মাঈন উদ্দিনের ভাই বলেন, পাকিস্তান হাইকমিশনে যোগাযোগ করা হয়। তখন সেখান থেকে আমাদের বলা হয়, মাঈন উদ্দিন যে আমাদের ভাই এটার ডকুমেন্টস দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে। পরে আমরা মন্ত্রণালয়ে আবেদন করেছি।

জানা যায়, পাকিস্তানে বন্ধুদের সাথে হাতাহাতিতে মৃত্যু হয় একজনের। সে মামমলাতেই ফেসেছিলেন মাঈন উদ্দিন। তবে পরবর্তীতে বাদীপক্ষ জানতে পারে বিষয়টি ছিল দুর্ঘটনা। তাই রাষ্ট্রপতির কাছে মাঈনুদ্দিনের সাজা মওকুফের আবেদন করে তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status