গাজীপুর সদর উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা
নতুন সময় প্রতিনিধি
|
গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৪৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তথ্যের ভিত্তিতে চেয়ারম্যান পদে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) প্রতীক নিয়ে ইজাদুর রহমান মিলন ১৯ হাজার ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন (আনারস) প্রতীকে ১০ হাজার ২৪৮ ভোট পেয়েছেন। বুধবার ৮ মে, সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন (টিউবওয়েল) প্রতীক নিয়ে ১৫ হাজার ১২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জুয়েল ডালী (উড়োজাহাজ) প্রতীকে ৮ হাজার ৬২৬ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা সরকার (ফুটবল) প্রতীকে ১৯ হাজার ৬২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (কলস) প্রতীকে মৌসুমি রেজা বৃষ্টি ১৬ হাজার ৭৬৪ ভোট পেয়েছেন। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |