অবন্তিকার মৃত্যুকাণ্ডে জামিনে মুক্ত শিক্ষক দ্বীন ইসলাম
নতুন সময় ডেস্ক
|
![]() অবন্তিকার মৃত্যুকাণ্ডে জামিনে মুক্ত শিক্ষক দ্বীন ইসলাম বুধবার (৮ মে) বিকেলে কুমিল্লা কারাগার থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন। ওসি মো. ফিরোজ হোসেন বলেন, ‘হাইকোর্টের নির্দেশে আজ বুধবার দ্বীন ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। দুপুরের পর আমরা কোর্টের অর্ডারটি হাতে পাই। এরপরই তাঁকে কারাগার থেকে জামিনে মুক্তি দেয়া হয়।’ গত ১৫ মার্চ ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী ফাইরুজ অবন্তিকা। ওই পোস্টে তিনি তার সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে দায়ী করেন। পরদিন আম্মান সিদ্দিকী এবং দ্বীন ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |