ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৫ মাঘ ১৪৩১
মগবাজারে দরজা ভেঙে চিত্রপরিচালকের মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 8 May, 2024, 6:25 PM

মগবাজারে দরজা ভেঙে চিত্রপরিচালকের মরদেহ উদ্ধার

মগবাজারে দরজা ভেঙে চিত্রপরিচালকের মরদেহ উদ্ধার

ঢাকার মগবাজার দিলু রোডের একটি বাসা থেকে এমএ আউয়াল (৫৫) নামে এক চলচ্চিত্র পরিচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৮ মে) রাত সাড়ে ১২টার দিকে তার সহকর্মীদের মাধ্যমে খবর পায় হাতিরঝিল থানা পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক বলেন, মঙ্গলবার রাতে কয়েকজন সহকর্মী তার বাসায় যান। অনেকক্ষণ ডেকেও সাড়া না পেয়ে, আমাদের খবর দেন। দরজা ভেঙে দেখা যায়, তিনি মৃত অবস্থায় বিছানায় উপুড় হয়ে পড়ে আছেন। পরিচিতদের বরাতে পুলিশ জানায়, আউয়াল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ব্যক্তিগত জীবনে অবিবাহিত আওলাদ কয়েকজনের সঙ্গে মগবাজারের একটি বাসায় মেস সদস্য হিসেব থাকতেন।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, শারীরিক অসুস্থতার কারণেই তিনি মারা গেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে। এমএ আউয়ালের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। তিনি সহযোগী পরিচালক হিসেবে ‘সিটি রংবাজ’ ছবিতে কাজ করেন। তার পরিচালিত দুটি ছবি ‘রাজপথের বাদশা’ ও ‘কাছের শত্রু’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status