জুজুৎসু প্রতিযোগিতায় নেপালকে হারিয়ে টপটেনে কুড়িগ্রাম ও রাজবাড়ীর সুমম- শাওন জুটি
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
জুজুৎসু প্রতিযোগিতায় নেপালকে হারিয়ে টপটেনে কুড়িগ্রাম ও রাজবাড়ীর সুমম- শাওন জুটি ২৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় জুজুৎসু দল ১মে হতে ৮মে ২০২৪ আবুধাবি, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ৮ম এশিয়ান জুজুৎসু প্রতিযোগিতা/২০২৪ অংশগ্রহণ করে সিনিয়ার টিম কন্টাক ফাইটিং এ কুড়িগ্রামের আরিফুর রহমান সুমন এবং রাজবাড়ীর শাওন মন্ডল জুটি দুর্দান্ত ফাইটিংয়ে নেপালকে পরাজিত করে লাল সবুজ পতাকাবাহী বাংলাদেশ দলকে সেমিফাইনালে ৩টি তাম্র পদক জয় করে ৩৩ দেশের মধ্যে টপটেনে উঠেছে । উল্লেখ্য কুড়িগ্রামের মুহাম্মদ আরিফুর রহমান সুমন ডিসেম্বর/২০২৩-এ গ্রিসে এক্রপলিস ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইউরোপের ১৫টি দেশকে হারিয়ে স্বর্ণপদক, ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত প্যারিস পিস প্রতিযোগিতায় ইউরোপের ২৬ টি দেশকে হারিয়ে অস্ট্রিয়ার কাছে এক পয়েন্টের ব্যবধানে হেরে সেকেন্ড প্লেস রৌপাদক এবং ২০২২ এ আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফাইটিং প্রতিযোগিতায় ৬৯ কেজি ফাইটিং এ স্বর্ণপদ অর্জন করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন উপাধি অর্জন করে কুড়িগ্রামের এই উদীয়মান তরুণ অ্যাথলেট। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |