ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ নভেম্বর ২০২৪ ১৭ কার্তিক ১৪৩১
চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে যুবক নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 May, 2024, 5:26 PM

চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে যুবক নিহত

চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে যুবক নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে নির্মাণাধীন বিল্ডিং ঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ রেজাউল ইসলাম তপু (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত তপু চৌদ্দগ্রাম পৌরসভাধী ০৭নং ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের জামে মসজিদ পাড়ার মৃত আব্দুস সোবহান এর ছোট ছেলে। সে চৌদ্দগ্রাম আল-নূর হসপিটালে রিসেপশনিষ্ট হিসেবে কর্মরত ছিলো। বুধবার (০৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নিহতের চাচা হারিছ মিয়া ও তার পরিবারের লোকজন।

নিহতের পরিবার সূত্রে জানা যায় , প্রতিদিনের মত বুধবার সকাল ০৯টায় নির্মাণাধীণ বিল্ডিং ঘরের কাঁচা দেয়ালে মোটরপাইপ দিয়ে পানি দেওয়ার সময় পানি ছিটকে ঘরের বৈদ্যুতিক সুইচবোর্ড ভিজে যায় এবং ঘরের মেঝেতে পানি জমে থাকে। পরবর্তীতে পানি দেওয়া শেষ হলে তপু ওই ঘরের একটি কক্ষের জ্বলন্ত বৈদ্যুৎতিক বাল্ব বন্ধ করতে সুইচবোর্ডে হাত দেওয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হন। ঘরের মেঝেতে পানি জমে থাকায় বৈদ্যুতিক শর্টের ফলে সে দীর্ঘক্ষণ সুইচবোর্ডের সাথে আটকে থাকলে ওই ঘরে কর্মরত রাজমিস্ত্রিরা মেইনসুচ বন্ধ করে পরিবারের লোকজন সহ তাকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল এগারটায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে নিহতের লাশ বাড়িতে আনা হলে তার মমতাময়ী মা সহ স্বজনদের গগণবিদারী চিৎকারে যেন আকাশ-বাতাস ভারী হয়ে উঠে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাযার নামাজ বুধবার বা’দ আছর চৌদ্দগ্রাম পৌরসভাধীন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status