ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫ ১০ মাঘ ১৪৩১
কাপপিরিচের এজেন্টদের মারধর, আহত ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 8 May, 2024, 4:00 PM

কাপপিরিচের এজেন্টদের মারধর, আহত ৩

কাপপিরিচের এজেন্টদের মারধর, আহত ৩

জামালপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের কর্মীসমর্থকদের বিরুদ্ধে কাপপিরিচ প্রতীকের এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাপপিরিচ প্রতীকের তিনজন এজেন্ট আহত হয়েছেন।

চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ও কাপপিরিচ প্রতীকে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. হাফিজুর রহমান স্বপনসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বুধবার (৮ মে) দুপুর ১২টার দিকে তিতপল্লা ইউনিয়নের দহেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, কাপপিরিচ প্রতীকের এজেন্ট চরশি কান্দারপাড়া এলাকার মৃত আবুল ফকিরের ছেলে দুলাল ফকির, আনোয়ার হোসেনের ছেলে তসলিম উদ্দিন, মেহেদী আনিসের স্ত্রী ইসমত আরা।

আহতরা জানান, আমরা কেন্দ্রে গেলে মোটরসাইকেল প্রতীকের কর্মী একই এলাকার সাফায়াতুল্লাহ মাস্টারের ছেলে রশিদুল করিম তুহিন ও তার ছেলে অথৈ এবং আব্দুল হাকিম আলী মাস্টারের ছেলে আব্দুল জলিলসহ একদল কর্মীসমর্থক আমাদের কেন্দ্র থেকে চলে যেতে বলেন। আমরা এর প্রতিবাদ করলে পুলিশের উপস্থিতিতেই আমাদের মারধর করেন তারা। এতে আমাদের তিনজন এজেন্ট আহত হন।

তারা আরও জানান, ওই কেন্দ্রে কাপপিরিচ প্রতীকের ২০জন এজেন্ট ছিলেন। তারা সবাইকে বের করে দিয়েছেন।
অভিযোগের প্রেক্ষিতে ওই কেন্দ্র ঘুরে দেখা যায়, ১২টি বুথের মধ্যে দুটি বুথে কাপপিরিচ প্রতীকের ২জন এজেন্ট রয়েছেন। বাকি ১০টি বুথে কাপপিরিচের কোন এজেন্ট পাওয়া যায়নি।

এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নান্দিনা শেখ আনোয়ার হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মহসিন অভিযোগ অস্বীকার করে জানান, এই কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে তিনি জানান, কাপপিরিচ প্রতীকের প্রার্থী পর্যাপ্ত এজেন্ট দেননি। দু'একটি বুথে ওই প্রার্থীর এজেন্ট রয়েছেন।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, 'আমি শোনার পর সেখানে কর্মকর্তা পাঠিয়েছি। তিনি সেখানে গিয়ে দেখেছেন যে, পরিস্থিতি শান্ত আছে। তবে কাপপিরিচ প্রতীকের যারা আমাকে জানিয়েছেন তাদের বলেছি, যেসব এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দিচ্ছেনা তাদের আমার কাছে পাঠান। আমরা পুলিশপ্রশাসনের মাধ্যমে তাদের সেখানে অবস্থান করাবো। তবে মারধরের কোন তথ্য আমার কাছে নেই।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status