স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি ইবির সাধারণ শিক্ষার্থীদের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 7 May, 2024, 10:03 PM
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি ইবির সাধারণ শিক্ষার্থীদের
আমেরিকার বিশ্ববিদ্যালয়ে চলমান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৭ মে) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এসময় 'ফিলিস্তিনি শিশুর কান্না আর না', 'ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো', 'ফিলিস্তিনিদের অধিকার চাই', 'গাজায় ইজরায়েলী সন্ত্রাসী হামলা বন্ধ করো'সহ ফিলিস্তিনের অধিকারের পক্ষে বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড দেখা যায়।
মানববন্ধনে তারা বলেন, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের সাথে আমরা একাত্মতা পোষণ করছি। অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলী বর্বর হত্যাকাণ্ড বন্ধের দাবি করছি। এই অন্যায় হত্যাকান্ড বন্ধ করতে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান করছি।
তারা আরো বলেন, জাতিসংঘ ও বিশ্ব নেতারা ইউক্রেনের হত্যাকান্ডের বিষয়ে সরব হলেও ফিলিস্তিনে চলমান হত্যাকান্ডের বিষয়ে নিশ্চুপ হয়ে আছে। ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে তারা কোনো কথা বলছে না। আজ ইসরায়েলী বর্বর আক্রমণে হাজার হাজার ফিলিস্তিনী মারা যাচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে অবিলম্বে এই আক্রমণ বন্ধের দাবি জানাই।