রাত পোহালেই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন
নতুন সময় প্রতিনিধি
|
রাত পোহালেই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন রাত পোহালেই অনুষ্ঠিত হবে রংপুরের পীরগাছা ও কাউনিয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ। তাই শেষ হয়েছে প্রথম ধাপের নির্বাচনের প্রচার- প্রচারণা। অন্যদিকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সরঞ্জাম নিয়ে প্রতিটি ভোট কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে পিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনী। আজ বুধবার দুপুরে পীরগাছা থানায় এক প্রেস ব্রিফিং এ বক্তব্য দেন রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। তিনি বলেন, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন শান্তি শৃঙ্খলা বজায় রেখে উপজেলা বাসীকে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া হবে। এই লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কাজ করছে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন, পীরগাছা থানা অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার। এবারের নির্বাচনে পীরগাছা ও কাউনিয়ায় মোট ভোটার সংখ্যা- পীরগাছা উপজেলায় তিনজন হিজড়াসহ মোট ২ লাখ ৮১ হাজার ৬৯৮ জন ভোটার রয়েছে। কাউনিয়ায় ভোটের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৪৩ জন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |