চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে সরকার নিষিদ্ধ ১মণ পিরিনহা মাছ জব্দ করেন উপজেলা মৎস্য অফিস। মঙ্গলবার (০৭ মে) সকালে উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মো. রাশিদুল হকের নেতৃত্বে চাতরী চৌমুহনী বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এতে ১২ হাজার টাকার মূল্যের ১মণ পিরিনহা মাছ জব্দ করেন। তবে এই অভিযানে কোনো জরিমানা করা হয় নি। এসময় অন্যান্যদের মধ্যে মেরিন ফিসারিজ অফিসার হুজ্জাতুল ইসলামসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মো. রাশিদুল হক বলেন, সকালে চাতরী চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাছ জব্দ করা হয়। জব্দকৃত এসব মাছ সবার উপস্থিতিতে ৫টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।