ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৫ জুন ২০২৫ ১ আষাঢ় ১৪৩২
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 7 May, 2024, 7:07 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 7 May, 2024, 7:11 PM

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন

রাজধানী ঢাকার দনিয়া এলাকায় ঢাকা থেকে প্রকাশিত জাতীয় "দৈনিক স্বাধীন সংবাদ" পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন আকাশ ও জাগো নিউজ ডটকমের স্টাফ রিপোর্টার রাসেল হোসেনের উপর হামলার প্রতিবাদে কদমতলী থানা প্রেসক্লাব এর উদ্যগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

মঙ্গলবার ৭ মে, রাজধানীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ডে শতাধিক সংবাদ কর্মীর উপস্থিতিতে মানববন্ধন টি প্রতিপালিত হয়। মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ- দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন আকাশের উপর নিশৃংস হামলার প্রতিবাদ করেন। কদমতলী থানা প্রেসক্লাব সংক্ষুব্ধতা প্রকাশ করেন। 

অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, আইনের মুখোমুখি করা ও দ্রুত বিচার সম্পন্ন করা আহ্বান জানান সাংবাদিক নেতৃবৃন্দ। ভবিষ্যতে কোন সাংবাদিক যাতে পেশাগত কাজে তথ্য সংগ্রহের জন্য  গেলে এ জাতীয় ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিকবৃন্দ।

দৈনিক নতুন সময় এর ব্যবস্থাপনা সম্পাদক ও কদমতলী থানা প্রেসক্লাবের মুখপত্র আমাদের কদমতলীর সম্পাদক কাঞ্চন চৌধুরী সুমনের সভাপতিত্বে মানব বন্ধনে কাঞ্চন চৌধুরী সুমন, সিনিয়র সাংবাদিক এম এ হালিম, আমাদের কদমতলী এর নির্বাহী সম্পাদক মোঃ সোলাইমান, ব্যবস্থাপনা সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, প্রতিদিন খবর পত্রিকার সম্পাদক সরকার জামাল, সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সকালের সময়ের এডভোকেট ওয়াহিদুন নবী বিপ্লব, ক্রাইম ডিসকভারির প্রধান সম্পাদক এস কে সবুজ আহমেদ,  মুক্তির লড়াই পত্রিকার সহ সম্পাদক আনিছুর রহমান, সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান মিলন, দেশ পত্রিকার মফস্বল সম্পাদক ও এশিয়ান টেলিভিশন ফতুল্লা থানা প্রতিনিধি মোঃ রাহাদ হোসেন, সকালের সময় পত্রিকার সিটি রিপোর্টার বৃষ্টি হাওলাদার,বিশিষ্ট কবি আসলাম, বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি রাকিব হোসেন মিলন, মুক্ত খবর পত্রিকার নাসির সরদার সহো শতাধিক সাংবাদিক অংশগ্রহন করেন। কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন সফলভাবে সম্পন্ন হওয়ার পর সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য গতকাল ৬ মে (সোমবার) যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় অন্বেষা ফ্যাক্টরিতে তথ্য সংগ্রহের কাজে যান জাগো নিউজ ডটকমের সাংবাদিক রাসেল হোসেন। ফ্যাক্টরী মালিক ও তার বাহিনী কর্তৃক জাগো নিউজ ডটকমের সাংবাদিক রাসেল হোসেনকে হেনেস্তা ও পিটিয়ে আহত করা হয়। ৯৯৯ এ ফোন করেও তাৎক্ষণিকভাবে কোন প্রতিকার পাওয়া যায়নি। বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে জাতীয় দৈনিক স্বাধীন সংবাদের সম্পাদক আনোয়ার হোসেন আকাশ আসল ঘটনা জানতে চান। তখন পূর্ব পরিকল্পিত  সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক নিজেও। এ যেনো চরম নির্মমতা! পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে ফুসে ওঠেন সাংবাদিক সমাজ। ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status