উপজেলা পরিষদ নির্বাচন
খুলনায় ২১৪৭৩ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন
নতুন সময় প্রতিনিধি
|
![]() খুলনায় ২১৪৭৩ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন ভোট কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনা ঘটলে তা প্রতিরোধ করতে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা সংক্রান্ত ও নির্বাচনী সামগ্রীর নিরাপত্তার দায়িত্ব পালনের সময় অবৈধ অনুপ্রবেশকারীদের কেন্দ্রে প্রবেশে বাধাদান, হুমকি প্রদর্শণ হলে কর্তৃপক্ষকে অবহিতকরণ, ভোট কেন্দ্রে হামলাকারীদের তাৎক্ষণিক প্রতিহত করা ভোটের আগের রাতে নিরাপত্তার রক্ষার্থে কেন্দ্রে অবস্থান করা, ভোট কেন্দ্রে কেউ অসুস্থ্য হলে নির্বাচন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক জরুরী চিকিৎসার ব্যবস্থা করা এবং কোন প্রার্থীর দেয়া খাদ্যদ্রব্য গ্রহণ না করা ও কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম সম্পাদনের জন্য এবং সর্ব্বোচ নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য আনসার ও গ্রাম প্রতিকক্ষা বাহিনী খুলনা রেঞ্জ এর উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী, আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের নির্দেশনা প্রদান করেছেন। প্রতিটি ভোট কেন্দ্রে ১ দিন প্রশিক্ষণ ও ব্রিফিংসহ ৪ মে হতে ৯ মে পর্যন্ত ৬ দিন মোতায়েন রয়েছেন। ১ জন পিসি (অস্ত্রসহ) ০২ জন এপিসি (অস্ত্রসহ), ৬ জন আনসার ও ভিডিপি (পূরুষ) ও ৪ জন আনসার ও ভিডিপি (মহিলা) মোট ১৩ জন করে দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, ৫ মে ২০২৪ খ্রিঃ তারিখ হতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এর ১ম ধাপ উপলক্ষে অভ্যন্তরীণ আইন শৃংখলা রক্ষার্থে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার নিমিত্তে ৫ মে হতে ৯ মে ২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত ৫ দিনের জন্য খুলনা বিভাগের ৯ টি জেলাধীন ১৭টি উপজেলায় ৩৪০ জন সশস্ত্র আনসার ও ভিডিপি সদস্য পুলিশের সাথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও ২৬০ জন সশস্ত্র আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এর ১ম ধাপ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে কাজ করবে আনসার ব্যাটালিয়ন সদস্যরা। মোতায়েনকৃত আনসার ব্যাটালিয়ন সদস্যগণ রিটারিং অফিসারের পরিকল্পনা অনুযায়ী বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটগণের নেতৃত্বে মোবাইল/স্ট্রাইকিং/স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |