ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
‘গরবিনী মা’ সম্মাননা পাচ্ছেন শতাব্দী ওয়াদুদের মা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 7 May, 2024, 1:11 PM

‘গরবিনী মা’ সম্মাননা পাচ্ছেন শতাব্দী ওয়াদুদের মা

‘গরবিনী মা’ সম্মাননা পাচ্ছেন শতাব্দী ওয়াদুদের মা

ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী’র উদ্যোগে বিগত এক দশকেরও বেশি সময় ধরে রাজধানীর ‘ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল’র আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসছে ‘গরবিনী মা’ সম্মাননা। মূলত দেশের বিভিন্ন সেক্টরের সফল সন্তানদের গর্বিত মায়েদের ‘গরবিনী সম্মাননা’য় ভূষিত করা হয়ে থাকে।

বাংলাদেশের অভিনয় অঙ্গনের একজন সফল, গুনী এবং জনপ্রিয় অভিনেতা হিসেবে শতাব্দী ওয়াদুদের মা আফরোজা নাছরীনকে ‘গরবিনী মা সম্মাননা ২০২৪’এ ভূষিত করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন এই সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।
তিনি বলেন, ‘একজন শতাব্দী ওয়াদুদ নিঃসন্দেহে একজ গুনী এবং বড় মাপের অভিনেতা। আমরা এর আগেও অভিনয় অঙ্গনের মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, নিশোসহ আরও অনেকের মাকেই গরবিনী মা সম্মাননায় ভূষিত করেছিলাম। সেই ধারাবাহিকতায় এবারও আমরা অভিনয় অঙ্গনের একজনের মাকে সম্মাননা প্রদান করছি। তো সার্বিক বিবেচনায় আমরা শতাব্দী ওয়াদুদের মা শ্রদ্ধেয় আফরোজা নাছরীন আন্টিকে এই সম্মানায় ভূষিত করতে যাচ্ছি। এটা আমাদের জন্যও অনেক গর্বের বিষয়।’

শতাব্দী ওয়াদুদ বলেন, ‘যেদিন অভিনয়ের জন্য আমি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হই, সেদিন আমার আম্মা ভীষণ খুশি হয়েছিলেন। তার সেই খুশি, আনন্দ দেখে আমি কেঁদে ফেলেছিলাম। সন্তানের সাফল্য এবং তার পরবর্তীতে স্বীকৃতি একজন মাকে কতটা গর্বিত করতে পারে সেদিন তা অনুভব করেছিলাম। তবে, এখন আমার সাফল্যের কথা বিবেচনা করে আমার মাকে আশীষ দাদা গরবিনী মা সম্মাননা দিচ্ছেন, এতে মায়ের ভালোলাগা দেখে আমার ভেতরটা যে কতটা খুশী তা আমি সত্যিই বলে বুঝাতে পারব না। এমন দিনে আমার আব্বা বেঁচে থাকলে খুব খুশী হতেন। আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আশীষ দাদাসহ ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষর প্রতি।’

অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, এমপির হাত থেকে শতাব্দী ওয়াদুদের মা এই সম্মাননা গ্রহণ করবেন আগামী ১২ মে বিশ্ব মা দিবসে। মহাখালীর রাওয়া কনভেনসন সেন্টারে (হল-২) দুপুর ১২টায় এ সম্মাননা দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্ত্তী, সিআইপি। অনুষ্ঠানে দশজন গর্বিত মায়ের সন্তানদের সম্মাননা প্রদান করা হবে।

উল্লেখ্য, শতাব্দী ওয়াদুদ নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘গেরিলা’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। ইতোমধ্যে তিনি প্রায় শেষ করেছেন অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’ সিনেমার কাজ। তার অভিনীত প্রথম মঞ্চ নাটক ‘আর্তনাদ থিয়েটারের দীপক চৌধুরী রচিত ও শহীদুল আলম সাচ্চু পরিচালিত ‘টোকাই’। টিভিতে তার প্রথম নাটক ছিল ‘শঙ্কিত পদযাত্রা’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status