ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫ ১০ মাঘ ১৪৩১
বাস-সিএনজি সংঘর্ষে জনপ্রিয় সংগীত শিল্পী নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 18 April, 2024, 12:30 PM
সর্বশেষ আপডেট: Friday, 19 April, 2024, 3:47 PM

বাস-সিএনজি সংঘর্ষে জনপ্রিয় সংগীত শিল্পী নিহত

বাস-সিএনজি সংঘর্ষে জনপ্রিয় সংগীত শিল্পী নিহত

সুনামগঞ্জের সুরমা সেতুতে বাস-সিএনজির সংঘর্ষে জনপ্রিয় সংগীত শিল্পী মতিউর রহমান হাসানসহ (পাগল হাসান) দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। সঙ্গীত শিল্পী পাগল হাসান (৩৫) ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের বাসিন্দা।

জানা যায়, সকালে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা থেকে সিএনজিতে ছাতকে ফিরছিলেন সঙ্গীত শিল্পী পাগল হাসানসহ পাঁচ যাত্রী। তবে সিএনজিটি যখন ছাতকের সুরমা সেতু এলাকায় আসে তখন গোবিন্দগঞ্জ থেকে দোয়ারা বাজারের উদ্দেশে দ্রুত গতিতে ছেড়ে আসা একটি বাস সুরমা সেতুতে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাস ও সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা পাঁচজন যাত্রীর মধ্যে দুই যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এছাড়াও সিএনজিতে থাকা আরও তিন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, বাস-সিএনজির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়াও তিনজন গুরুত্বর আহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

উল্লেখ্য, নিহত সঙ্গীত শিল্পী পাগল হাসান-আসমানে যাইও নারে বন্ধু ধরতে পারবো না তোমায়, জীবন খাতায় দাগ লাগাইয়াসহ প্রায় ৫ শতাধিক গান লিখেছেন। তার এই গানগুলো সারাদেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status