তামিমের সঙ্গে কী কথা হয়েছে, গোপন রাখলেন শান্ত
নতুন সময় প্রতিবেদক
|
![]() তামিমের সঙ্গে কী কথা হয়েছে, গোপন রাখলেন শান্ত টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া তামিম ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলে আবারো ফিরবেন বলে আশা দেখছেন অনেকেই। আজ ডিপিএলে আবাহনীর বিপক্ষে মাঠে নেমেছিল তামিমের প্রাইম ব্যাংক। ম্যাচ শেষে তামিম ইকবালের সঙ্গে আবাহনী অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনেকটা সময় কথোপকথন করতে দেখা গেছে। বর্তমানে বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তামিমের সঙ্গে একান্ত আলাপে গুঞ্জন তৈরি হয়েছে, তামিমকে ফেরাতে চান টাইগার অধিনায়ক। ড্রেসিংরুমে তামিমের সঙ্গে বাংলাদেশের অধিনায়কের কী কথা হয়েছে তা জানতে চাওয়া হয় শান্তর কাছে। এমন প্রশ্নের জবাবে শান্ত গণমাধ্যমকে বলেন, ‘এটা আমার আর তামিম ভাইয়ের মধ্যেই থাক।’ তিনি আরও যোগ করেন, ‘স্বাভাবিকভাবে আমি একটু আড্ডা দিয়েছি তামিম ভাইয়ের সাথে। ওইরকম যদি কিছু হয় আপনারা জানতে পারবেন।’ শান্ত আরো বলেন, ‘হ্যাঁ, ওয়ানডে তো অনেক পরে এই মুহূর্তে ওইটা নিয়ে পরিকল্পনা নেই কিন্তু উনার যে অভিজ্ঞতা আছে অবশ্যই উনি থাকলে দলের অনেক লাভ হয়। বিশেষ করে জুনিয়র খেলোয়াড়রা অনেক কিছু শিখতে পারে। এই মুহূর্তে এটা নিয়ে লম্বা চিন্তা করা মুশকিল। যখন এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে তখন আপনারা জানতে পারবেন।’ বিপিএলের সর্বশেষ আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ডিপিএলেও আছেন ছন্দে। তামিমের ব্যাটিং কেমন দেখলেন এমন প্রশ্নে শান্ত বলেন, ‘আমার দেখাটা তো গুরুত্বপূর্ণ না কারণ এটা নির্বাচকরা দেখবেন। কিন্তু আমি একজন খেলোয়াড় হিসেবে ছোট বেলা থেকেই উনাকে দেখে আসছি, যখনই উনি ব্যাটিং করেন উপভোগ করি। দুর্ভাগ্যজনকভাবে আজকে রান করতে পারেননি কিন্তু ডিপিএলে ভালো খেলছেন, বিপিএলে ভালো ব্যাটিং করেছেন। উনার প্রত্যেকটা ইনিংসও উপভোগ করেছি।’ তামিম বাংলাদেশ দলে ফিরলে কেমন লাগবে, এমন প্রশ্নে শান্ত বলেন, ‘অবশ্যই, ভালো তো লাগবেই। সভাপতি স্যার যেটা বলেছেন সত্যি বলতে আমি জানি না এটা বলেছেন। কিন্তু তামিম ভাইয়ের মতো খেলোয়াড় দলে থাকলে আমি একটু আগে যেটা বললাম নতুন যারা খেলছে তাদের জন্য তো শেখার অনেক কিছু থাকবে তার কাছে।’
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |