থানচি থেকে ঢাকা ফিরেছেন শ্যামল মাওলাসহ সিনেমার টিম
নতুন সময় প্রতিবেদক
|
বান্দরবানের থানচিতে অবরুদ্ধ হয়ে ছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলাসহ বশে কয়েকজন অভিনেতা। ‘নাদান’ সিনেমার শুটিংয়ে গিয়ে আটকে গিয়ে ছিলেন তারা। আটকে যাওয়ার তালিকায় ছিলেন এই অভিনেতার স্ত্রী মাহা সিকদার, সিনেমাটির পরিচালক ফরহাদ চৌধুরী, অভিনেতা এরফান মৃধা শিবলু ও চিত্রনায়ক সাইফ খানসহ বেশ কয়েকজন। তবে কোনো ধরণের ক্ষতি ছাড়া ঢাকা ফিরেছেন শ্যামল মাওলাসহ সিনেমার টিম। এই কথা ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন শ্যামল মাওলা নিজে। এর আগে বুধবার ৩ এপ্রিল, বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ব্যাংকে হামলা চালিয়েছিল পাহাড়ি সন্ত্রাসীরা। সেখানে ব্যাপক গোলাগুলি হয়। তার ঠিক পাশেই একটি হোটেলে অবস্থান করেছিলো শ্যামল মাওলাসহ পুরো টিম। শ্যামল মাওলার স্ত্রী মাহা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছিলেন, কেউ বান্দরবনের থানচি আসার প্ল্যান করে থাকলে কাইন্ডলি আসবেন না, এখানে সিচুয়েশন খারাপ, গুলাগুলি হচ্ছে। আমাদের জন্য দুয়া করবেন। অভিনেতা সাইফ খান গণমাধ্যমকে জানিয়ে ছিলেন, হুট করেই আজ সকাল থেকে পরিস্থিতি খারাপ হয়ে উঠেছে। আমরা হোটেলে অবরুদ্ধ আছি। আশা করছি, ঘণ্টা খানেকের মধ্যে এই স্থান ত্যাগ করব। আমাদের জন্য সবাই দোয়া করবেন। উল্লেখ্য, বুধবার ৩ এপ্রিল, দুপুর সোয়া ১২টার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা থানচির সোনালী ব্যাংকে ঢুকে আক্রমণ চালায়।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |