কক্সবাজারে সাদা পোশাকে সাংবাদিক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, জানেন না ওসি!
জাবের বিন রহমান আরজু, চট্টগ্রাম
|
কক্সবাজারে সাদাপোশাকে সাংবাদিক মনসুর আলম মুন্নাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে কারা তাকে উলে নিয়ে গেছে তা জানে না কক্সবাজার সদর থানা পুলিশ। বুধবার ৪ এপ্রিল অনুমান আড়াইটার সময় কক্সবাজার শহর থেকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়। মনসুর আলম মুন্না দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার কক্সবাজার জেলা স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত আছেন। জানা যায়, সাংবাদিক মুন্না দীর্ঘদিন ধরে মাদক ও বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন করে আসছিলেন। হঠাৎ কয়েকদিন ধরে দুর্বৃত্তরা অপহরণের হুমকি নিয়ে মানসিকভাবে নির্যাতন চালায়। এক পর্যায়ে তাকে আটকে তার কাছ থেকে জোরজবরদস্তি কয়েকটি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে ছেড়ে দেন। সাংবাদিক মুন্না এ বিষয়ে কক্সবাজার সদর থানায় তিন দিন আগে একটি লিখিত অভিযোগ করেন। গুম করে ফেলার বিষয়টি মুন্না বুঝতে পেরে সদর থানা ওসিকে বারবার অনুরোধ করে বলেন, স্যার আমাকে যে কোন সময় দুর্বৃত্তরা মেরে ফেলতে পারে। অথবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেজে হঠাৎ তুলে নিতে পারে। এমন আকুতি করে অনুরোধ করার পরেও তিনদিনে কক্সবাজার সদর থানার ওসি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। ৪ এপ্রিল বুধবার অনুমান দুপুর আড়াই ঘটিয়ার সময় কক্সবাজার শহরের লালদীঘির পাড় থেকে সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি তাকে তুলে নিয়ে যায়। তুলে নেওয়ার আগমুহূর্তে সাংবাদিক মনসুর আলম মুন্না ও তার স্ত্রী কক্সবাজার সদর থানার ওসির কাছে তার করা অভিযোগটি মামলা হয়েছে কি-না তা জানতে এসেছিলেন বলে জানান |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |