কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে আরিফুল নামের এক শিশুর লাশ উদ্ধার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
কুড়িগ্রাম নাগেশ্বরী থানার পুলিশ বুধবার ৩ এপ্রিল বিকেল ৫ টার দিকে একটি ব্রিজের পাশে ধান ক্ষেত থেকে আরিফুল ইসলাম নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে। জানা যায়, শিশুটি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বামনডাঙ্গা ইউনিয়নের বোয়ালের ডারা গ্রামে রবিউল ইসলামে ছেলে। মৃত শিশুর দাদু জানায়,সকালে তিনি তার নাতী আরিফুলকে ১০ টাকা দিয়ে দুপুরে বাজার থেকে দুধ আনতে বলেছিলেন। দুপুর গড়িয়ে বিকেলে পর্যন্ত নাতীর অপেক্ষা করছিলেন। বিকেলে মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |