নতুন মৌসুমের জিরা বাজারে আসায় জিরার দাম অর্ধেক
নুরুজ্জামান হোসেন হিলি
|
হিলি স্থলবন্দরের আড়ত ও পাইকারি বাজারে অর্ধেকে নেমেছে জিরার দাম। দুই মাস আগেও প্রতি কেজি জিরার দাম ছিল হাজার টাকার ওপরে। কয়েক দফায় দাম কমে জিরা বর্তমানে বিক্রি হচ্ছে ৬০০ টাকা পর্যন্ত। আড়াই থেকে তিন মাসের ব্যবধানে প্রতি কেজি জিরার দাম কমেছে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। জিরার আমদানি যেভাবে হচ্ছে তাতে দাম আরও কমার কথা বলছেন মসলা ব্যবসায়ীরা। কম দামে কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতারা। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |