গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় বিআরটি প্রকল্পের শ্রমিকের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
|
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারে কাজ করার সময় কাভার্ড ভ্যানের চাপায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ৪এপ্রিল ভোরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক। নিহত শ্রমিকের নাম লাবলু মিয়া (২৫)। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শিব দেউল পাড়া গ্রামের দুলা মিয়ার ছেলে। ইটাহাটা এলাকার স্থানীয় তোফাজ্জল হোসেন পাটোয়ারীর ভাড়া বাসায় বসবাস করতেন লাবলু। ওসি আবু সিদ্দিক বলেন, বিআরটি প্রকল্পের ফ্লাইওভারে নির্মাণ কাজ করছিলেন শ্রমিক লাবলু মিয়া। ভোরে তিনি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি মিনি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লাবলু মিয়া মারা যান। ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ ও এর চালক নাজমুল হককে আটক করে। মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তরসহ ও এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |