ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২ ডিসেম্বর ২০২৪ ১৭ অগ্রহায়ণ ১৪৩১
তাইওয়ানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯, আহত ১০৫০
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 4 April, 2024, 11:52 AM

তাইওয়ানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯, আহত ১০৫০

তাইওয়ানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯, আহত ১০৫০

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে নয়জন হয়েছে। আহত হয়েছে ১ হাজার ৫০ জন। তাইওয়ানের জাতীয় অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার ৪ এপ্রিল, এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার ৩ এপ্রিল, স্থানীয় সময় সকাল আটটার দিকে দেশটিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো তাইওয়ান।

মার্কিন ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়েন  শহর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। এর উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়। শক্তিশালী এই ভূমিকম্পের জেরে দক্ষিণ জাপান এবং ফিলিপাইনের কিছু অংশের জন্যও সুনামির সতর্কতা জারি করা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শক্তিশালী এই ভূমিকম্পে হুয়ালিয়েন শহরে বহু বাড়িঘর ভেঙে পড়েছে। উদ্ধারকর্মীরা এখনও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত মানুষের সংখ্যা ১ হাজার ৫০ ছুঁয়েছে।

দমকল বিভাগ আরো জানিয়েছে, হুয়ালিয়েনের একটি টানেলে আটকে পড়া ৫০ জনকে বুধবার গভীর রাতে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে একটি খনি এলাকায় আটকে পড়া ৬ জনকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। এখনো ৫২ জন নিখোঁজ রয়েছেন। 

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status