মরে গেলেও রাজকে দেখতে যাবেন না পরীমণি!
নতুন সময় প্রতিবেদক
|
সাবেক স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ মারা গেলেও দেখতে যাবেন না বলে জানিয়েছেন নায়িকা পরীমণি। ভারতে সিনেমার কাজে ব্যস্ত থাকা পরীমণি আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি বর্তমানে কলকাতায় ব্যস্ত রয়েছেন শুটিংয়ের কাজে। ‘ফেলু বক্সী’ সিনেমায় দুর্দান্ত শুটিং করছেন তিনি, তা ফেসবুকেও উঠে আসছে ছোট ছোট ভিডিও বার্তা। সেখানে থেকে নানা রকম অভিজ্ঞতা নিয়ে সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে কথা বলছেন তিনি। এবার আনন্দবাজারের সঙ্গে তার সাবেক স্বামী চিত্রনায়ক শরিফুল রাজকে নিয়ে কথা বলেছেন। মঙ্গলবার (২ এপ্রিল) প্রকাশ হওয়া প্রতিবেদনে দেখা যায়, পরীমণির কাছে প্রশ্ন করা হয় ছেলে রাজ্যের জন্য শরিফুল রাজকে আরও একটি সুযোগ দেওয়া সম্ভব কিনা? জবাবে এ নায়িকা বলেন, ওই নাম মুখেই আনতে চাই না। ওর প্রতি এত ঘৃণা। কোনোদিন যদি মরেও যায়, তাও দেখতে যাব না। এর পরই এ নায়িকা বলেন, এখন যে মানুষটা বেঁচে আছে সে অন্য মানুষ। যে আমার কাছে ছিল, সে আরও অনেক আগেই মরে গেছে। সেই মরদেহটা দেখেছি। আসলে মানুষটা আমার কাছে এখন মরদেহ।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |