ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
তুরস্কে স্থানীয় নির্বাচনে হেরে যা বললেন এরদোগান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 April, 2024, 3:50 PM

তুরস্কে স্থানীয় নির্বাচনে হেরে যা বললেন এরদোগান

তুরস্কে স্থানীয় নির্বাচনে হেরে যা বললেন এরদোগান

তুরস্কে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত রোববার। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এ নির্বাচনকে গণতন্ত্রের বিজয় বলে অভিহিত করেছেন। 

মঙ্গবার (২ এপ্রিল) রাজধানী আঙ্কারায় একে পার্টির সদর দপ্তরের বাইরে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। 

এ সময় তাদের সমর্থন এবং দেশে গণতন্ত্রের প্রসারের জন্য ধন্যবাদ জানান তিনি। সমর্থকদের উদ্দেশে এরদোগান বলেন, ‘কোনো বাধার সম্মুখীন না হয়েই জাতি ব্যালটে নিজেদের ইচ্ছা প্রদর্শন করেছে। এটি তুর্কি গণতন্ত্রের জন্য একটি বড় বিজয়।’

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আমাদের গণতন্ত্রের জন্য উপযুক্ত পরিপক্বতার সঙ্গে ৩১ মার্চের নির্বাচন শেষ করেছি। নির্বাচনে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি।’

এরদোগান আরও বলেন, ‘আমাদের নাগরিকদের সাধারণ জ্ঞানের জন্য ধন্যবাদ। তুরস্কের গণতন্ত্র আবার তার পরিপক্বতা প্রমাণ করেছে। নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এবং মানুষ ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের কথা জানিয়েছে।’ 

দুই দশকের বেশি সময়ের মধ্যে প্রেসিডেন্ট এরদোগান ও তার দল একে পার্টির জন্য এটিকে সবচেয়ে বড় পরাজয় বলে মনে করা হচ্ছে।

১৯৯০-এর দশকে নিজের শহর ইস্তানবুলের মেয়র ছিলেন এরদোগান। এবার নিজের সেই জায়গা আবারও ফিরে পাওয়াই ছিল তার মূল লক্ষ্য। তবে তাতে ব্যর্থ হলেন তিনি।

পরাজয়ের পর রাজধানী আঙ্কারায় একেপি সদর দপ্তরে জড়ো হওয়া জনতাকে উদ্দেশ করে এরদোগান বলেন, আমরা যদি ভুল করে থাকি তবে তা সমাধানের চেষ্টা করব। আমাদের কোনো ঘাটতি থাকলে তা পূরণ করব। পরাজয় থেকে শিক্ষা নেবে দল, ফলাফলের পর সমর্থকদের উদ্দেশে এমন বার্তাও দেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status