রাজধানীর বিজয় সরণি থেকে মহাখালী নেওয়ার সময় ফুটওভার ব্রিজে একটি উড়োজাহাজ আটকে যাওয়ার তথ্য সঠিক নয় বলে জানিয়েছে নৌ বাহিনী সদরদপ্তর। বাহিনীটির পক্ষ থেকে বলা হয়েছে, ওভারব্রিজের নিচে আটকে যাওয়া উড়োজাহাজটি ছিল ডামি বা নকল। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সমরাস্ত্র প্রদর্শনীতে প্রদর্শনের পর সরিয়ে নেওয়া হচ্ছিল।
ওভারব্রিজে উড়োজাহাজ আটকে বিপত্তি শিরোনামে গত সোমবার সংবাদ প্রকাশ করে বেশ কয়েকটি গণমাধ্যম। প্রতিবেদনগুলোতে দাবি করা হয়, একটি পুরাতন উড়োজাহাজ ট্রাকে করে নেওয়ার সময় এর লেজ ওভারব্রিজে আটকে সড়কে যানজট তৈরি করে। পরে উড়োজাহাজটির লেজ খুলে এটিকে সরানো হয়।
এই উড়োজাহাজটি নিয়েই সোমবার বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদক প্রকাশিত হয়। এই উড়োজাহাজটি নিয়েই সোমবার বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদক প্রকাশিত হয়।
প্রতিবেদনগুলোতে বলা হয়, এটি বাংলাদেশ নৌবাহিনীর ডর্নিয়ার ২২৮ মডেলের পুরোনো একটি উড়োজাহাজ।
নৌ বাহিনী সদরদপ্তর বলছে, জাতীয় প্যারেড গ্রাউন্ডে ৫ দিনের সমরাস্ত্র প্রদর্শনীর জন্য কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল এই ডামি উড়োজাহাজ। প্রদর্শনী শেষে এটি সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছিলো।
নৌ বাহিনী বলছে, কাঠের উড়োজাহাজকে আসল বলে করে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় অনেকেই এটিকে সত্য বলে ধরে নেয়।
গণমাধ্যমের এ সংক্রান্ত প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় হাস্যরস।
বিষয়টির সত্যতা জানতে কোনো গণমাধ্যমই যোগাযোগ করেনি বলেও জানিয়েছে নৌবাহিনী সদরদপ্তর৷