কুড়িগ্রামে ফেন্সিডিল ও বিদেশি মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে ফেন্সিডিল ও বিদেশি মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার বিগত দুইদিন দুইরাত ধরে নানাবেশে পুলিশ কঠোর পরিশ্রম করে উক্ত মাদক উদ্ধারের জন্য কাজ করে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়। অপরদিকে কচাকাটা থানা পুলিশের একটি চৌকস টিম ২ এপ্রিল রাত্রি আনুমানিক ০১.৩০ ঘটিকার সময় কচাকাটা থানাধীন বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ জাহিদুল ইসলাম (৪২)'কে ৬৬ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নাগেশ্বরী ও কচাকাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |