ফটিকছড়িতে দিন-দুপুরে ছিনতাই, ২ যুবককে শ্রী ঘরে পাঠালো পুলিশ
নতুন সময় প্রতিবেদক
|
চট্টগ্রামের ফটিকছড়িতে সাইফুল ইসলাম সুরাত নামে বিকাশের এক এস. আর এর কাছ থেকে ৫ লক্ষ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছি-ন-তা-ইকারীরা। এ ঘটনায় মো. তারেক ও জাবেদ সিকদার নামে ২ যুবককে গ্রে ফ তা র করে কা'রাগারে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতার মো. তারেক (২৫) উপজেলার নাজিরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের চানগাজি সিকদার বাড়ির মৃত আমির হোসেন ও মো. জাবেদ সিকদার একই এলাকার মৃত আবুল হাসেমের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ২৬ মার্চ সকাল ১১ টার দিকে এক বাজারের কাজ শেষ করে ব্যাগভর্তি ৫ লক্ষ ৭৫ হাজার টাকা নিয়ে বিকাশের এস.আর সাইফুল ইসলাম সুরাত অন্যত্র যাওয়ার পথে লেলাং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের লালপুল-কাঠালতলী সড়ক এলাকায় আসলে মোটরসাইকেলের গতিরোধ করে পেছন দিক থেকে লোহার ভারী বস্তু দিয়ে মাথায় আ ঘা ত করে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে বিকাশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানালে থানায় এসে মামলা দায়ের করেন সুরাত। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে মূল পরিকল্পনাকারী জাবেদ সিকদার ও তারেককে গ্রেফতার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার এস. আই নাজমুল বলেন, 'এ ঘটনায় ২ আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের স্বীকারোক্তিমতে নগদ ৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।'
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |