অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাইরাল, সত্যিটা জানালেন পরিণীতি
নতুন সময় ডেস্ক
|
![]() অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাইরাল, সত্যিটা জানালেন পরিণীতি জল্পনা উসকে অভিনেত্রী লিখেছেন, ‘কাফতান ড্রেস মানেই গর্ভবতী! ওভারসাইজড টি-শার্ট মানেই গর্ভবতী।’ বেবিবাম্প লুকানোর জন্যই তিনি ঢিলেঢালা পোশাক পরছেন এই গুজবে বিরক্ত হয়েই তিনি ভিডিওটি পোস্ট করেছেন এবং জামাকাপড় সম্পর্কে তার পছন্দের কথা সবাইকে জানিয়েছেন। গতবছর সেপ্টেম্বর মাসে পরিণীতি আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডাকে বিয়ে করেন। বিয়ের এখনও এক বছরও হয়নি। তারই মধ্যে মা হওয়ার গুঞ্জন রটে যায় সামাজিকমাধ্যমে। এতদিন এ নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |