এ কে.জি ছায়দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয় অভিবাবক নির্বাচন অনুষ্ঠিত
আজিজ আহমেদ, নোয়াখালী
|
![]() এ কে.জি ছায়দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয় অভিবাবক নির্বাচন অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, ১ নাম্বার ব্যালেটে ভোট করছেন, আবু ছায়েদ, ২ নাম্বার ব্যালেটে ইব্রাহিম খলিল, ৩ নাম্বার ব্যলেটে জাকির হোসেন, ৪ নাম্বার ব্যালেটে নজরুল ইসলাম, ৫ নাম্বার ব্যালেটে কাজি নজরুল ইসলাম, ৬ নাম্বার ব্যালেটে কাজি মিজানুর রহমান এবং ৭ নাম্বার ব্যালেটে মো. শাহ আলম মাস্টার। প্রিজাইটিং অফিসার হিসেবে তত্বাবধান করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম এবং এ কেজি ছায়দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুল হক। প্রিজাইটিং অফিসার ফলাফল যাচাই বাছাই করে নির্বাচনের নিদিষ্ট সময়ের পর ফলাফল ঘোষণা করেন। সাত জন প্রতিদ্বন্দ্বীর এর মধ্যে ৭ জনের মধ্যে ৪ জন বিজয়ী হোন। এই সময় যারা অভিবাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং সহযোগিতা করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও সহযোগিতা করার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |