ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২৭ মাঘ ১৪৩১
এ কে.জি ছায়দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয় অভিবাবক নির্বাচন অনুষ্ঠিত
আজিজ আহমেদ, নোয়াখালী
প্রকাশ: Monday, 1 April, 2024, 7:28 PM

এ কে.জি ছায়দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয় অভিবাবক নির্বাচন অনুষ্ঠিত

এ কে.জি ছায়দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয় অভিবাবক নির্বাচন অনুষ্ঠিত

নোয়াখালীর এ কেজি ছায়দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিবাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের আইউবপুর ও কাশিপুর গ্রামের অবস্থিত বিদ্যালয়ে সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পযন্ত অনুষ্ঠিত হওয়া মোট ভোটার ৫৯৮ জনের মধ্যে মোট ৭ জন অভিবাবক সদস্য প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। 

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, ১ নাম্বার ব্যালেটে ভোট করছেন, আবু ছায়েদ, ২ নাম্বার ব্যালেটে ইব্রাহিম খলিল, ৩ নাম্বার ব্যলেটে জাকির হোসেন, ৪ নাম্বার ব্যালেটে নজরুল ইসলাম, ৫ নাম্বার ব্যালেটে কাজি নজরুল ইসলাম, ৬ নাম্বার ব্যালেটে কাজি মিজানুর রহমান এবং ৭ নাম্বার ব্যালেটে মো. শাহ আলম মাস্টার।

প্রিজাইটিং অফিসার হিসেবে তত্বাবধান করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম এবং এ কেজি ছায়দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুল হক।

প্রিজাইটিং অফিসার ফলাফল যাচাই বাছাই করে নির্বাচনের নিদিষ্ট সময়ের পর ফলাফল ঘোষণা করেন। সাত জন প্রতিদ্বন্দ্বীর এর মধ্যে ৭ জনের মধ্যে ৪ জন বিজয়ী হোন। এই সময় যারা অভিবাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং সহযোগিতা করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও সহযোগিতা করার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status