সিরাজগঞ্জের সয়দাবাদ ইউপি'র চেয়ারম্যান নবীদুল ইসলাম এর উদ্যোগে ঈদ উপহার ৩'হাজার শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ
মাসুদ রানা বাচ্চু,সিরাজগঞ্জ
প্রকাশ: Monday, 1 April, 2024, 6:00 PM
সিরাজগঞ্জের সয়দাবাদ ইউপি'র চেয়ারম্যান নবীদুল ইসলাম এর উদ্যোগে ঈদ উপহার ৩'হাজার শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ
সিরাজগঞ্জ সদর উপজেলার ১০নং সয়দাবাদ ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান মানবতার সৈনিক আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম এর ব্যক্তিগত উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবার ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীদের এবং ইউনিয়নের অসহায় দরিদ্র ও দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে গত এক সপ্তাহে প্রায় তিন হাজার নারী-পুরুষদের মাঝে শাড়ি, লুঙ্গী ও পাঞ্জাবি বিতরণ করা হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন রাস্তা হতে বিকেল পর্যন্ত রিকশা ও ভ্যানগাড়ী চালক শ্রমিকদের মাঝে ঈদ উপহার ১৫'শত লুঙ্গি ও পাঞ্জাবি এবং ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র, অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে ৫' শতাধিক শাড়ি কাপড় বিতরণ করা হয়।
ইউ/পি চেয়ারম্যান মোঃ নবীদুল ইসলাম বলেন, প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়ন আওয়ামীলীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীদের মাঝে এবং ইউনিয়নের দরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে পেরে সামান্য ঈদ উপহার দিতে পেরে আমি আনন্দিত । ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ সুখ এবং সমৃদ্ধি কামনা করছি।
বিতরণকালে উপস্থিত থাকেন, সয়দাবাদ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল মমিন, বাবু মন্ডল সহ অন্যরা, সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদুল ইসলাম রাজা, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ রাশিদুল হাসান রাশেদ, দপ্তর সম্পাদক সোহাগ হাসান পথিক, আইন বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ, ইউনিয়ন আওয়ামী মহিলালীগের সভাপতি মোছাঃ ফুয়ারা খাতুন, সাধারণ সম্পাদক মোছাঃ রিতা খাতুন সহ অন্যান্যরা, ইউনিয়নের যুবলীগের সভাপতি মোঃ বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক রিগেন তালুকদার, ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ রুবেল আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস.এম. সাদ্দাম হোসাইন প্রমুখ ।