কোরআন তেলোয়াত প্রতিযোগিতা ও এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
আজিজ আহমেদ, নোয়াখালী
প্রকাশ: Monday, 1 April, 2024, 4:43 PM
কোরআন তেলোয়াত প্রতিযোগিতা ও এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
নোয়াখালীতে মানবতা এক্সপ্রেস খেজুরতলা সংগঠনের কোরআন তেলোয়াত প্রতিযোগিতা ও এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের খেজুর তলায় নিজস্ব কার্যালয়ে মানবতা এক্সপ্রেস খাজুরতলার উদ্দ্যেগে ও আয়োজনে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভুইয়ার পরিচালনায় সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী ইসলামি ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আরবি প্রভাষক মাওলানা এমরান হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, পশ্চিম নরোত্তম ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার সহ সুপার মাওলানা নোমান ছিদ্দিকি, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা মিহির হোসেন, আব্দুস ছাত্তার, হাজি নুর উদ্দিন, আব্দুস সোবহান কন্ট্রাক্টর, বদুউর জামান মিস্ত্রি, শরীফ উল্লা আল শরীফ, ইউপি সদস্য জিল্লুর রহমান, ইসমাইল বোখারী, মোরশেদ আলম, সহ মানবতা এক্সপ্রেসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আরো অনেকে। এছাড়া অনুষ্ঠানে শতাধিক এতিম শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এই সময় বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ছাত্র ছাত্রীদের মাঝে ক্বেরাত, গজল, হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ ফলাফল অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের মাঝে ক্রেস্ট সহ মোট ৫৩ জন শিক্ষার্থীদের মধ্যে পাঞ্জাবী, পায়জামা এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এইছাড়াও সকল শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সব শেষে আগত অতিথি ও শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে ইফতার অনুষ্ঠিত হয়েছে।