নোয়াখালীতে এতীম শতাধিক ছাত্রদের মাঝে ঈদ পোশাক বিতরণ
আজিজ আহমেদ, নোয়াখালী
প্রকাশ: Monday, 1 April, 2024, 4:23 PM
নোয়াখালীতে এতীম শতাধিক ছাত্রদের মাঝে ঈদ পোশাক বিতরণ
নোয়াখালীর ডেল্টা জুট মিলস রাব্বানিয়া এতীমখানার শতাধিক ছাত্রদের মাঝে ঈদ পোশাক পায়জামা-পাঞ্জাবি বিতরণ করেন নোয়াখালী জেলা বাস মালিক সমিতির সভাপতি ও চৌমুহনী মেসার্স আলী আজ্জম ট্রেডার্স এর স্বত্বাধিকারী আমিরুল বাশার মান্না।
রোববার দুপুর ১২টা থেকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ডেল্টা জুট মিলস রাব্বানিয়া এতীমখানার মাঠে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
বিতরণ কালে তিনি বলেন আমি সব সময় গরীব অসহায়দের নিয়ে কাজ করতে পছন্দ করি। সমাজের যারা এতীম, দরিদ্র, অসহায় আছে তাদের জন্য কিছু করা, তাদের মুখে হাসি ফুটিয়ে তোলা আমি আমার ঈমানী দ্বায়িত্ব মনে করি।
তিনি আরো বলেন, সমাজের বিত্তমানদের উচিত এদের পাশে দাঁড়ানো। সর্বোচ্চ দিয়ে এদেরকে সহায়তা করা। তবেই একদিন এইসব অসহায় শিশু মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং সমাজকে এগিয়ে নিতে পারবে। এই কার্যক্রমের সহায়তার জন্য তিনি সকলকেই ধন্যবাদ জানান।
এ সময় আরো উপস্থিত ছিল ব্যবসায়ি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।