মেহেরপুরে ট্রাক চাপায় ২ জন নিহত
সেলিম রেজা, মেহেরপুর
|
মেহেরপুরে সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুইজনের মৃত্য হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মেহেরপুর—চুয়াডাঙ্গা সড়কের অয়ন ফিলিং স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে। এদিকে নিহত দুইজের মধ্যে একজনের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। অপর একজন, চাদবিল গ্রামের লিটন আলীর ছেলে ২০ বছর বয়সী হাসান নামের এক যুবক। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |