চট্টগ্রাম আল বালাগ আইডিয়াল মাদ্রাসার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জাবের বিন রহমান আরজু, দক্ষিণ চট্টগ্রাম
|
![]() চট্টগ্রাম আল বালাগ আইডিয়াল মাদ্রাসার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নগরীর গ্রীনভিউ আাবাসিক এলাকার ইমাম মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া মাদানিয়া শুলকবহর মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা নুরুল হক দাঃবাঃ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল জামিয়াতুল আরবিয়া জিরি মাদ্রাসার মুহাদ্দিস ও হালিশহর সবুজবাগ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব আল্লামা নোমান জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা নুরুল কবির সাতকানিয়া। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর হযরত উছমান (রা.) মসজিদের পেশ ইমাম ক্বারী মাওলানা আব্দুল আজিজ। আল বালাগ আইডিয়াল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শোয়াইব বিন কবিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসার নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা হারুন বিন সিরাজ, প্রধান শিক্ষক হাফেজ শাহেদুর রহমান শাহেদ, চট্টগ্রাম রওদ্বাতুল উলুম বালক বালিকা মাদ্রাসার পরিচালক হাফেজ মিরাজ হোসেন, হালিশহর বাইতুল আকবর মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল আজিজ, আল বালাগ আইডিয়াল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে দেশ ও জাতির কল্যাণে, বিশ্ব মুসলিমের শান্তি কামনা করে মোনাজাত করা হয়। চট্টগ্রাম নুরানি তালীমুল কুরআন শিক্ষা বোর্ড দ্বারা পরিচালিত, আধুনিক আরবির পাশাপাশি বাংলা ও ইংরেজিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নাজারা, হিফজ ও নুরানি কিন্ডারগার্টেন বিভাগের সমন্বয়ে আল বালাগ আইডিয়াল মাদ্রাসা ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়ে সুনামের হসিত পরিচালিত হয়ে আসছে। সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, আবাসিক, অনাবাসিক, ডে-কেয়ার সুযোগ সুবিধা নিয়ে বর্তমানে প্রতিষ্ঠানটিতে শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |