বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ এসোসিয়েশন বিকা'র ইফতার মাহফিল অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 1 April, 2024, 1:24 AM
বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ এসোসিয়েশন বিকা'র ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ এসোসিয়েশন বিকা'র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মার্চ) রাজধানীর গুলশান ক্লাবে বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ এসোসিয়েশন বিকা'র এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাসেম গ্রুপের ডিরেক্টর আদিব চৌধুরী, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌরসভার প্রতিষ্ঠাতা প্রশাসক আবুল কালাম আজাদ, ইডেন মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. হেমায়েত হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সাইফুদ্দিন রাসেল, সহ-সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মারুফ লিয়াকত, যুগ্ম-সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়জুন নুর আকন রাসেল, অর্থসম্পাদক ফারসাদুল হক সৌরভ, দপ্তর সম্পাদক ইঞ্জি. সুকান্ত ভাবুক, নির্বাহী কমিটির সদস্য বেলাল হোসেন প্রমুখ।
পাশাপাশি বিকার নির্বাহী কমিটির সদস্য, ফাউন্ডার মেম্বারসহ ইন্টেরিয়র সেক্টরের বিভিন্ন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও স্বত্ত্বাধীকারীরা উপস্থিত ছিলেন।