চন্দনাইশে ভুয়া ডাক্তারের চিকিৎসায় বৃদ্ধার মৃত্যু, গ্রেফতার চিকিৎসক
জাবের বিন রহমান আরজু,চন্দনাইশ
|
চট্টগ্রামের চন্দনাইশে ভুয়া ডাক্তারের চিকিৎসায় প্রাণ গেলো জান্নাত বেগম (৬০) নামের এক বৃদ্ধার। গত ২৯ মার্চ উপজেলার হাশিমপুর খান বটতল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জান্নাত বেগমের ছেলে মোঃ আকবর বাদী হয়ে আবু ছালেহকে আসামী করে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন। সরজমিনে জানা যায়, ২৯ মার্চ শুক্রবার ইফতারের পর দক্ষিণ হাশিমপুর বড়পাড়া এলাকার লাল মিয়ার স্ত্রী জান্নাত বেগম কোমরের ব্যাথা জনিত সমস্যা নিয়ে চিকিৎসার জন্য খানবটতলস্থ পল্লী চিকিৎসক আবু ছালেহ'র পরিচালনাধীন বিছমিল্লাহ ফার্মেসিতে যায়। এ সময় আবু ছালেহ রোগীকে ডায়োক্লোফেনেক প্লাস নামক একটি ইনজেকশন পুশ করার অল্প কিছুক্ষণের মধ্যে জান্নাত বেগম ছটফট করতে থাকার এক পর্যায়ে মারা যায়। পরে তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ সময় স্থানীয়রা পল্লী চিকিৎসক আবু ছালেহকে আটকে রাখে। পরে পুলিশ তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে উত্তাল এলাকাবাসীর হাত থেকে তাকে উদ্ধার করে চন্দনাইশ থানা হেফাজতে নিয়ে যায়। প্ললী চিকিৎসক আবু ছালেহ সাতকানিয়া উপজেলার পশ্চিম কাটগর এলাকার মৃত ছিদ্দিক মিয়ার ছেলে। জানা যায়, চেম্বার করার পূর্বে সে পরিবার পরিকল্পনা অফিসের পিওনের চাকরি করতেন। মূলত একজন পরিবার পরিকল্পনা অফিসের পিওন হয়েও তার সাইনবোর্ডে ব্যবহার করছে অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক, মা ও শিশু সার্জিক্যাল অভিজ্ঞ। চর্ম, এলার্জি, বাত-ব্যাথা, ডেলিভারি, টিউমার ও ডায়েবিটিস রোগে অভিজ্ঞ। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |