সোনারগাঁয়ে ভারী যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা দিলেন উপজেলা প্রশাসন
তৌরব হোসেন, সোনারগাঁ
|
সোনারগাঁবাসীকে যানজটের কবল থেকে মুক্ত করতে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোগরাপাড়া চৌরাস্তা থেকে বৈদ্যেরবাজার ও মোগরাপাড়া থেকে আনন্দবাজারসহ বিভিন্ন যাতায়াতরত সকল প্রকার মালবাহী ট্রাক চলাচল বন্ধ করল উপজেলা প্রশাসন। আজ মোগরাপাড়া চৌরাস্তায় একটি অস্থায়ী সাইনবোর্ড টানানোর মাধ্যমে ঘোষনা দেন উপজেলা প্রশাসন। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |