ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২৭ মাঘ ১৪৩১
নাটোরের নলডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে ১ জনের মৃত্যু
মোঃ রাসেল শেখ, নাটোর
প্রকাশ: Saturday, 30 March, 2024, 9:43 PM

নাটোরের নলডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের কোদালের  আঘাতে ১ জনের  মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে ১ জনের মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় জমি নিয়ে বিরোধে আপন চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে গুরুতর আহত আরেক ভাই জিল্লুর রহমান নামের স্কুল শিক্ষক মারা গেছেন।শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ স্কুল শিক্ষকের মৃত্যু হয়।

এ ঘটনায় একজন কে আটক করেছে পুলিশ।
নিহত জিল্লুর রহমান (৫০),উপজেলার চাঁদপুর গ্রামের মোজাহার আলীর ছেলে ও নওগাঁ জেলার আত্রাই উপজেলার থল ওলমা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
আটককৃত আহাদ আলী ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,গত শুক্রবার দুপুরে নলডাঙ্গা উপজেলার চাঁদপুর গ্রামে আপন চাচাতো ভাইদের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করালেও স্কুল শিক্ষক জিল্লুর রহমানের মাথায় চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে গুরুতর জখম হয়।নাটোর সদর হাসপাতালে অবস্থার অবনতি হলে শুক্রবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।শনিবার সকালে স্কুল শিক্ষক জিল্লুর রহমানের মাথায় অতিরিক্ত রক্তক্ষননে মৃত্যু হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোরুজ্জামান বলেন,খাজুরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের রেজাউল রহিদুল ও জিল্লুর রহমানের সাথে আপন চাচাতো ভাই আবেদ আলী,হামেদ ও সামাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।এ বিরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।এতে জিল্লুর রহমান গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করান স্বজনরা।শনিবার সকালে তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের ভাই খোরশেদ হোসেন বাদী হয়ে ১১ জন কে আসামী করে নলডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।এ মামলায় একজন আটক করে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status