নাটোরের নলডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে ১ জনের মৃত্যু
মোঃ রাসেল শেখ, নাটোর
|
নাটোরের নলডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে ১ জনের মৃত্যু আটককৃত আহাদ আলী ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,গত শুক্রবার দুপুরে নলডাঙ্গা উপজেলার চাঁদপুর গ্রামে আপন চাচাতো ভাইদের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করালেও স্কুল শিক্ষক জিল্লুর রহমানের মাথায় চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে গুরুতর জখম হয়।নাটোর সদর হাসপাতালে অবস্থার অবনতি হলে শুক্রবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।শনিবার সকালে স্কুল শিক্ষক জিল্লুর রহমানের মাথায় অতিরিক্ত রক্তক্ষননে মৃত্যু হয়। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |