সোনারগাঁয়ে ৬ টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্ধোধন
তৌরব হোসেন, সোনারগাঁও
|
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় চলাচলা সড়কসহ ৬টি উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন করা হয়েছে। আজ শনিবার ৩০মার্চ, সকাল ১০ টার দিকে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার প্রথমে কাঁচপুর থেকে গঙ্গাপুর পর্যন্ত তিন হাজার মিটার সিসি ডালাই, নয়াপুর থেকে গঙ্গাপুর ১৯০৫ মিটিার, ললাটি কুশাবো-দামোরখোলা সড়ক ২১৯৩ মিটার এবং মিরেরটেক বাজার হতে জামপুর ইউনিয়ণ পরিষদ পর্যন্ত ১৭৮০ মিটার। এছাড়াও ধন্ধিবাজার চারতলা ফাউন্ডেশন দ্বিতীয় তলা মার্কেট ভবন নির্মাণ। ফুলদী বাগেরপাড়া সড়ক (বারদী আনন্দ বাজার জিসি ফুলদী ভায়া হাসেম চেয়ারম্যানের বাড়ি) সড়ক বিসি দ্বারা (চেইনেজ ১৪৪০মিটার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |