৮০০ টাকার জন্য যুবককে গুলি করে হত্যা
নতুন সময় প্রতিবেদক
|
কক্সবাজারের টেকনাফের নাজিরপাড়া এলাকায় মাত্র ৮০০ টাকার জন্য জুবায়ের (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই যুবক নাজিরপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে। স্থানীয়রা জানান, কিছু দিন আগে টেকনাফ সদর ইউনিয়ন নাজিরপাড়া এলাকার জাগির হোছনের ছেলে নজুম উদ্দীনের সঙ্গে একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে জোবাইরের দোকানের বাকি টাকার পাওনা বাবদ কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যায় নাজিম উদ্দীনের নেতৃত্বে কয়েকজন জোবায়েরের বাড়িতে এসে হামলা শেষে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে স্থানীয় লোকজন জোবায়েরকে বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জোবায়েরের মা বলেন, আমার ছেলের কাছ থেকে টাকা পাচ্ছে, সে খবর আমাকে জানালেও আমি তা পরিশোধ করতাম। কিন্তু ৮০০ টাকার জন্য আমার ছেলেকে গুলি করে হত্যা করল তারা। আমি এ হত্যার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। টেকনাফ মডেল থানার ওসি মো. ওসমান গণী জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |