ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ৩ ফাল্গুন ১৪৩১
অভিযান শেষে আবারও ব্যবসায়ীদের মধ্যে মূল্যবৃদ্ধির প্রবণতা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 30 March, 2024, 3:55 PM

অভিযান শেষে আবারও ব্যবসায়ীদের মধ্যে মূল্যবৃদ্ধির প্রবণতা

অভিযান শেষে আবারও ব্যবসায়ীদের মধ্যে মূল্যবৃদ্ধির প্রবণতা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবরের মতো বলেছেন, মনিটরিং কিংবা অভিযান চলে যাওয়ার পর ব্যবসায়ীদের মধ্যে মূল্যবৃদ্ধির প্রবণতা আছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট বণিক সমিতি গুলোকে কাজ করতে হবে।  আর বিএসটিআইয়ের মহাপরিচালক  বলেছেন, শুধু আইন আদালত দিয়ে নয়, নকল ভেজাল পণ্য প্রতিরোধ এর্ নিত্যপন্যের মূল্য নিয়ন্ত্রনে সবার বিবেককে জাগ্রত করতে হবে।

আজ শনিবার ৩০মার্চ, বেলা ১১ টায় রংপুর সিটি বাজার মনিটারিং শেষে এই কথা বলেন ভোক্তা মহাপরিচালক এইচ এম শফিকুজ্জামান এবং  সিটিআইয়ের মহাপরিচালক এসএম ফেরদৌস আলম। এর আগে তারা বিশাল বহর নিয়ে সিটিবাজারের প্রবেশ মুখের ফলফলাদি, খেজুর, তরিতিরকারি এবং সয়াবিন তেলের দোকানে দোকানে অভিযান চালান। এসময় ভোক্তা কামরুজ্জামান স্টোরকে ১ হাজার এবং বিএসটিআই হাবিবুল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। 

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং দাবি করেন বাজার মনিটরিংয়ের কারণেই রমজানের শুরুতে বেড়ে উঠা পণ্যের দাম এখন কমেছে।  পরে ডিসি অফিসের সম্মেলন কক্ষে বিভিন্ন ব্যবসায়ি সংগঠনের সাথে কর্মশালা করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status