ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরায় কুড়িগ্রামের নারী পোষাক শ্রমিক নিহত
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সড়ক দূর্ঘটনায় এক নারী পোষাক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ২৯মার্চ, সন্ধ্যায় গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন উড়াল সেঁতুর ঢাকাগামী প্রবেশ দারে এ সড়ক দূর্ঘটনা ঘটে। এসময় বিক্ষোব্ধ পোষাকশ্রমিকরা সড়ক অবরোধ করে সড়কের মিডলাইনে (মাঝের যানচলাচলের সড়ক) অগ্নিসংযোগ করে যানচলাচল বন্ধ করে দেয়। শ্রমিকদের সাথে বিক্ষোভ অবরোধে অংশ নেয়ে স্থানীয়রাও। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |