গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ১৭
নতুন সময় প্রতিবেদক
|
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় কুদ্দুস খাঁন(৪৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার ৩০মার্চ, ভোর সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে তিনি মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। গাজীপুর কালিয়াকৈরে টপস্টার এলাকায় ভাড়া থাকতেন। তিনি লালমনিরহাটে জেলার কালীগঞ্জ উপজেলার উত্তর মুর্সদমদাতী গ্রামের বাসিন্দা। বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে কুদ্দুস খান মারা গেছেন। গত ১৩ মার্চ ইফতারের আগ মুহূর্তে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ অন্তত ৪০ জন দগ্ধ হয়। দগ্ধদের মধ্যে ৩২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |