ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫ ৬ চৈত্র ১৪৩১
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 30 March, 2024, 10:18 AM

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলংকার বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে স্বাগতিক বাংলাদেশ।
প্রথম টেস্টের একাদশ থেকে দু’টি পরিবর্তন করেছে বাংলাদেশ। দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান ও হাসান মাহমুদ।

প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে ফিরলেন অলরাউন্ডার সাকিব। এ ম্যাচ দিয়ে বাংলাদেশের ১০৪তম টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হলো পেসার হাসানের। দেশের হয়ে ২২টি ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তার। ১৬টি প্রথম শ্রেনির ক্রিকেটে ৪৯ উইকেট নিয়েছেন হাসান।

শ্রীলংকার একাদশে একটি পরিবর্তন হয়েছে। ইনজুরি আক্রান্ত কাসুন রাজিথার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন আসিথা ফার্নান্দো।
সিলেটে সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার কাছে ৩২৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। 
 
সব মিলিয়ে এখন পর্যন্ত ২৫টি টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এরমধ্যে টাইগাররা ১টিতে এবং লঙ্কানরা ১৯টিতে জিতেছে। ৫টি ম্যাচ ড্র হয়।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, জাকির হাসান, মোমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

শ্রীলংকা একাদশ : ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুনারতেœ, নিশান ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status