সাজেকে সিএনজি খাদে পড়ে চালক নিহত
রুপন চাকমা ,বাঘাইছড়ি
|
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক কংলাক পাহাড়ে পণ্য নিয়ে উঠার সময় পণ্যবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়িটির চালক নিহত হন। শুক্রবার পৌনে একটার দিকে সাজেকের কংলাক পাহাড়ে যাওয়ার সময় প্রাণ কোম্পানির পণ্যবাহী মাহিন্দ্র গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক মো. চাঁন মিয়া (৩৫) দীঘিনালা উপজেলার রশিকনগর এলাকার তৈয়ব আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার সময় গাড়িতে প্রাণ কোম্পানির দুইজন বিক্রয় প্রতিনিধিও ছিলেন। তারা লাফ দিয়ে নেমে গেলেও রক্ষা হয়নি চালকের। অন্তত ১৫০ ফুট নিচে পাহাড়ের খাদে পরে গাছের সাথে আটকে যায় গাড়িটি। এতে চালকের মাথায় গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই নিহত হন তিনি। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত চালকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |