ম্যাথ অ্যাসোসিয়েশনের উদ্যেগে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান
অবন্তিকা সাহা
|
![]() ম্যাথ অ্যাসোসিয়েশনের উদ্যেগে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতায় উত্তীর্ণদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার! প্রতিযোগিতার বিষয়: ক্বিরাত, হামদ-নাত, বক্তৃতা: আত্মশুদ্ধিতে মাহে রমাদানের ভূমিকা। অংশগ্রহনের নিয়মাবলি: ১। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নির্দিষ্ট বিষয়ের উপর কোনো ধরনের এডিট ব্যতীত ভিডিও জিএসএসসি ম্যাথ অ্যাসোসিয়েশনের ফেইসবুক পেইজে প্রেরণ করতে হবে। ২। যেকোনো বিষয়ে সর্বোচ্চ ৫.০০ মিনিটের ভিডিও গ্রহণযোগ্য হবে। ৩। কেউ চাইলে একাধিক বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। ৪। ভিডিও প্রেরণের সময় অবশ্যই নাম, শ্রেণী/ডিপার্টমেন্ট, সেশন, বিষয়ের নাম, মোবাইল নাম্বার প্রেরণ করতে হবে। ৫। ভিডিও অবশ্যই ২৬ রমাদান, ৬ এপ্রিল, রোজ শনিবারের মধ্যে প্রেরণ করতে হবে। ৬। ইদ পরবর্তী সময়ে আনুষ্ঠানিক ভাবে পুরষ্কার বিতরণ করা হবে ইনশাআল্লাহ। অ্যাসোসিয়েশনের ফেইসবুক পেইজ: GSSC Math Association ( https://www.facebook.com/gsscma) এই প্রোগ্রামটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে US-Bangla Group.
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |