ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২ ডিসেম্বর ২০২৪ ১৭ অগ্রহায়ণ ১৪৩১
নিলামে এক লেবুর দাম উঠল আড়াই লাখ টাকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 29 March, 2024, 10:56 PM

নিলামে এক লেবুর দাম উঠল আড়াই লাখ টাকা

নিলামে এক লেবুর দাম উঠল আড়াই লাখ টাকা

তামিলনাড়ুর ভিল্লুপুরম মন্দিরের পুজোয় ব্যবহৃত নয়টি লেবুর নিলামে দাম উঠল দুই লাখ ৩৬ হাজার টাকা। সেখানকার স্থানীয় বাসিন্দারা মনে করেন যে, বিশেষ পূজায় ব্যবহৃত সেই লেবু দিয়ে তৈরি শরবত খেলেই না কি বন্ধ্যাত্বের সমস্যা দূর হবে।

ফাগুনি উথিরাম উপলক্ষ্যে টানা নয়দিন ধরে বিশেষ পূজার আয়োজন করেছিলেন ভিল্লুপুরম মন্দিরের পুরোহিতেরা।


এক গ্রামবাসী বলেন, এই মন্দির পবিত্র লেবুর জন্যই বিখ্যাত। এই বিশেষ লেবুতে ভগবানের আশীর্বাদ থাকে। আমরা বিশ্বাস করি এই লেবুগুলোর বিশেষ ক্ষমতা রয়েছে। পুরোহিতেরা নিজেরাই এই নিলামের ব্যবস্থা করেন। নিঃসন্তান দম্পতিরা লেবু পাওয়ার আশায় ভিড় জামান মন্দির প্রাঙ্গণে। নিলামে সংগৃহীত অর্থ দিয়ে তৈরি প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়।

ফাগুনি উথিরাম উপলক্ষ্যে প্রতি নয়দিন একটি একটি করে লেবু ভগবানকে উৎসর্গ করা হয়। নবম দিনের শেষে লেবুগুলোর নিলাম শুরু হয়। শেষ দিনে ভগবানকে উৎসর্গ করা লেবুটির দাম উঠেছে প্রায় ৫০ হাজার ৫০০ টাকা।

কুলাথুর গ্রামের এক নিঃসন্তান দম্পতি সেই লেবুটি কিনেছেন। লেবুটি পাওয়ার পর সেই দম্পতি পুণ্যস্নান করেন। সব মিলিয়ে নয়দিনের লেবুর দাম উঠেছে দুই লাখ ৩০ হাজার টাকা। দীর্ঘ দিন ধরে এই প্রথা চলে আসছে এই মন্দিরে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status