নাটোরের লালপুরে সড়ক দূর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত
ওমর ফারুক খান,লালপুর
|
![]() নাটোরের লালপুরে সড়ক দূর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত শুক্রবার (২৯ মার্চ) রাত পৌনে ১টার দিকে লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের কসাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল উপজেলার সাইপাড়া গ্রামের ইনসার আলীর ছেলে। আহতরা হলেন বাবুলের পিতা ইনসার আলী (৫৫) ও ছোট ভাই সৈকত আলী (৩০)। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে কসাইপাড়া নামক স্থানে লালপুর-বাঘা সড়কের দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেল নিজেই ধাক্কায় দেয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯ টার দিকে সে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম হয়ে পড়েছে।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |