পাবিপ্রবি প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠিত
রাফিউল,পাবিপ্রবি
|
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাবের ২০২৪ সালের ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২ এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক নিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেলের সার্বিক ব্যবস্থাপনায় এতে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন ড. মো. মুশফিকুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুজ্জামান, পরিসংখ্যান বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মো. শামীম রেজা, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান ড. মো. আবদুর রহিম, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. শরিফুল হক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উপদেষ্টা ড. মো. কামাল হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. মাসুদ রানা, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক এস.এম শাহেদুল আলম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, পাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা জালাল উদ্দীন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের কর্মকর্তা ইমরান হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফরিদুল ইসলাম বাবু, জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব সানজিদ প্রান্ত, পাস্ট ডিবেটিং সোসাইটির সভাপতি নাজমুস সাকিব সিজান, আইইইই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার চেয়ার আল ইমরান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক উজ্জ্বল কুমার বিশ্বাস, প্রতিষ্ঠাতা যুগ্ম-আহ্বায়ক নাজমুল ইসলামসহ পাবিপ্রবি প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |